চাঁদপুরে লাঠি হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

 লাঠি হাতে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা।

স্টাফ রিপোর্টার
কোটা সংস্কারের আন্দোলনের অংশ হিসেবে নিজেদের নিরাপত্তায় চাঁদপুরে বৃষ্টিতে ভিজে লাঠি হাতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে চাঁদপুর সরকারি কলেজের গেট থেকে সমবেত হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড এলাকায় এসে জমায়েত হয়। এরপর পুনরায় বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে লেকের পাড় ‘অঙ্গীকার’ এলাকা হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘দিনে করে নাটক, রাতে করে আটক’, ‘আমার খাও, আমার পর’, ‘আমাকেই গুলি কর’ ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’ ‘আমার ভাই মরলো কেন, আমার বোন মরলো কেন? জবাব চাই, জবাব চাই, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ ‘কোটা না মেধা, মেধা, মেধা’ বলে স্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনী, ছাত্রলীগ-যুবলীগ গুলি করে ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করেছে। আর পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কয়েকবার যুবলীগ ও ছাত্রলীগ হামলা করেছে। আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাঠে আছি। ইন্শাআল্লাহ আমাদের বিজয় হবেই হবে।
কয়েকজন শিক্ষার্থী জানায়, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কয়েকবার যুবলীগ ও ছাত্রলীগ হামলা করেছে। তারা মেয়েদের গায়েও হাত দিয়েছে। নিজেদের নিরাপত্তায় আমরা লাঠি, বাঁশ, পাইপ হাতে নিয়ে বিক্ষোভ করেছি।
এছাড়া মেয়েদের হাতে রুটি বানানো বেলুন, ডাল ঘুটনি, খুনতি ও গুলাই ব্যাগ থেকে বের করতে দেখা যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ রাখতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের নিরাপত্তায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম ও ডিবি ওসি এনামুল হক চৌধুরীসহ পুলিশ সদস্যরা।

০৪ আগস্ট, ২০২৪।