স্টাফ রিপোর্টার
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে চাঁদপুর শহর গণফোরাম। গতকাল বুধবার বিকেলে শহরের কালিবাড়ি শপথ চত্বর মোড়ে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।
তিনি বক্তব্যে বলেন, দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ছে। সরকারের পক্ষ থেকে কোন বাজার মনিটরিং করা হচ্ছে না। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। জীবন যাত্রায় মানুষের হীমসিম খেতে হচ্ছে। বাংলাদেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে। তাই সরকার অতিবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করবেন।
শহর গণফোরামের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সহ-সভাপতি খোকন পোদ্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক বাসুদেব মজুমদার।
শহর গণফোরামের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিলনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা গণফোরামের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন, জেলা মহিলা গণফোরামের সভাপতি অ্যাড. জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক শিল্পি আক্তার, যুব গণফোরামের সাধারণ সম্পাদক আশ্রাফ বাবু, শ্রমিক গণফোরামের সভাপতি আশ্রাফ গাজী, সাধারণ সম্পাদক শহীদ বকাউল। এ সময় গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে শহর গণফোরামের মানববন্ধন