চাঁদপুরে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোন শিক্ষার্থী যেন স্নেহ থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে
…………….প্রফেসর ড. মো. আবদুল মান্নান

স্টাফ রিপোর্টার
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ শ্লোগানে চাঁদপুর জেলার সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিকাল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাধ্যমিক) পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মান্নান।
তিনি তার বক্তব্যে বলেন, সারাদেশে যতগুলো স্কুল রয়েছে তার জাতীয়করণের হিসাব সরকারের কাছে রয়েছে। কোন প্রতিষ্ঠানকে বাদ দিয়ে সরকার কিছুই করতে চান না। যদি কেউ এমন চিন্তা করেন তা ভুল হবে। ৮৪ সালে এমপিওভুক্তি শুরু হয় তাও ৩০ শতাংশ। একসময় শিক্ষার্থীদের বেতন থেকে শিক্ষকদের বেতন প্রদান করা হত। আপনারা হয়তো ভাবতে পারেন যেসব প্রতিষ্ঠান দরখাস্ত করেছে সব প্রতিষ্ঠানই এমপিওভুক্ত হবে, তা কিন্তু নয়।
তিনি শিক্ষকদের প্রতি বলেন, শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী আপনাদের প্রয়োজনকৃত শিক্ষকদের জন্য আবেদন করুন। অনেক প্রতিষ্ঠানেই শিক্ষকদের সংখ্যার চরম সংকট রয়েছে। এ ব্যাপারে সরকার চেষ্টা করছে। কারণ বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। কোন শিক্ষার্থী যেন আপনার স্নেহ থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। তাদের সাথে আর্থিক লেনদেন আপনারা করবেন না। সব শিক্ষার্থীকে বড়, ছোট বিচার না করে সবাইকে এক দেখবেন। আপনাদের স্নেহ পেলে তারা ভাল মানুষ, ন্যায়পরায়ন ও যোগ্যতাসম্পন্ন হয়ে উঠবে।
তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্পর্কে বলেন, তিনি যৌক্তিক ও ন্যায়পরায়ন মানুষ। তাই ওনার কাছে যৌক্তিক কোন কিছুই বাদ রাখবেন না। উনি আপনাদের এলাকার মানুষ, তাই আপনার ওনার কাছে যৌক্তিক বিষয় তুলে ধরেন- তাতে অবশ্যই ওনার সহযোগিতা পাবেন।
জেলা শিক্ষা অফিসার শফি উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, ফরিদগঞ্জ এ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল আমিন, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন।
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. মাসুদুল আলম ভূঁঞার পরিচালনায় জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

২১ জুলাই, ২০১৯।