চাঁদপুরে শিশু অধিকার সুরক্ষা বিষয়ক সেমিনার


সজীব খান
সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে চাঁদপুরে শিশু অধিকার সুরক্ষা বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অফিসার রজত শুভ্র সরকারের সভাপতিত্বে এবং সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক গোলাম আজম, অফিসার নাজমুল হাসান, সদর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, চাঁদপুর পৌরসভার নারী কাউন্সেলর ফরিদা ইলিয়াছ, বাবুরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্ল্যাহ খান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন।

০৭ আগস্ট, ২০১৯।