চাঁদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সজীব খান
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কার্যালয় থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন।
চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার শারমিন জাহান এর আগে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম ও সদর উপজেলা পরিদর্শন করেন।

১৯ ডিসেম্বর, ২০২৪।