শেখ ফরিদ আহমেদ মানিক সার্বক্ষণিক চাঁদপুরের মানুষের কল্যাণে কাজ করেছেন
…………অ্যাড. সলিম উল্ল্যা সেলিম
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলন করেছে চাঁদপুর জেলা বিএনপি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যা সেলিম।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন, মানুষের মৌলিক ও ভোটের অধিকার নিশ্চিত করতে গিয়ে সারা দেশে হাজার হাজার মামলা হয়েছে। চাঁদপুরের ২৩ তাজা প্রাণ নিহত হয়েছে। আমাদের দাবি ছিল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের। তারপরও স্বৈরাচারী সরকার ৩টি জাতীয় নির্বাচন করেছে। তা বৈধ ছিল না। ছাত্রলীগ শুধু গুন্ডামী ও সন্ত্রাসী কার্যকলাপ করেছে। সুকৌশলে আবার এখন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রবেশ করে বিভাজন করছে। শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, একমাত্র শেখ ফরিদ আহমেদ মানিকের কারণে কর্মকর্তা-কর্মচারীরা সেদিন রক্ষা পেয়েছে। তিনি সার্বক্ষণিক চাঁদপুরের মানুষের কল্যাণে কাজ করেছেন। তার বলিষ্ট নেতৃত্বের কারণে আগামি নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে ধানের শীষ জয়লাভ করবে।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, গত কয়েকদিন আগে শহরের কোড়ালিয়া এলাকার নারী যুবলীগ নেত্রী ও তার মেয়েসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নামে কয়েকজন থানায় প্রবেশ করে বয়স্ক একজন পুলিশ সদস্যকে লাঞ্ছিত করে। এছাড়া গত রোববার একজন শিক্ষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে ও মানববন্ধন করিয়েছে। ডিসি অফিসে স্মারকলিপি দিয়েছে। তারা কারা? তথাকথিত এই স্মারকলিপিটি ৫ জন কলেজ শিক্ষার্থী ও বাচ্চা-বাচ্চা অবুজ শিশুদের নিয়ে এ কাজ করেছেন। স্মারকলিপিতে কারো নাম নেই। এটা ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তোমাদের প্রতি বিএনপির ভালবাসা ও আন্তরিকতা ছিল, তা সবসময়ই থাকবে। তোমরা আগামিতে যত ন্যায়সঙ্গত কাজে থাকবে বিএনপি তোমাদের পাশে থাকবে। আর ছাত্রদের সাথে কথা হলে তারা জানায় এ বিষয়ে তারা কিছুই জানেন না। তিনি সবশেষ মিথ্যা, বানোয়াট ও ভুয়া বলে স্মারকলিপিটি আখ্যা দেন।
এসময় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সহ-সভাপতি সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সম্পাদক মুনীর চৌধুরী, দৈনিক প্রভাতি কাগজের সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, দেওয়ান শফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
২৫ সেপ্টেম্বর, ২০২৪।