স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সিএনজি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে যাত্রী ও চালক নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগড়াবাজার লেবুতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পঞ্চড়র জেলার ফখিলাগার গ্রামের সহিদুল ইসলামের ছেলে যাত্রী মোজাম্মেল (২৩) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সিএনজি চালক রফিক গাজী (৪০)।
দুর্ঘটনায় খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই মো. জসিম উদ্দিন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
নিহত যাত্রীর স্ত্রী শিল্পী আক্তার বলেন, আমার স্বামী চাঁদপুর পল্লী বিদ্যুতের বেসরকারি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করতো। তিনি চাঁদপুরে আসার পরে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম উদ্দিন বলেন, বাগড়াবাজার এলাকায় সিএনজি-বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে যাত্রী ও চালক নিহত হয়। খুব সকালে এ দুর্ঘটনা হওয়ায় বালুর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে দ্রুত ট্রাকটি আটকের ব্যবস্থাগ্রহণ করা হবে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে সিএনজি ও বালুবাহী ট্রাক সংঘর্ষে নিহত ২