এস এম সোহেল
ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩জন আহত হয়েছে। গতকাল রোববার রাত ৮টায় ফরিদগঞ্জ উপজেলা ভাটিয়ালপুর চৌরাস্তায় সিএনজি ও পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার রাত ৮টায় ফরিদগঞ্জ উপজেলা ভাটিয়ালপুর চৌরাস্তায় চাঁদপুরমুখী সিএনজি ও ফরিদগঞ্জমুখী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে এলাকার লোকজন ছুটে আহতদের মধ্যে ২ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও আরো ২ জনকে রায়পুর হাসপাতালে প্রেরণ করে।
উদ্ধার করা আহতদের মধ্যে মোহাম্মদ রেজাউল করিম (৪৫) কে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিহত বলে জানান। অপর আহত ব্যাক্তির অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় ঢাকা নিয়ে যাওয়ার নির্দেশ দেন। আহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহত মোহাম্মদ রেজাউল করিম ব্যুরো বাংলাদেশ এনজিও সংস্থার ফরিদগঞ্জের এরিয়া ম্যানেজার হিসেবে কর্তব্যরত ছিলেন।
২৩ সেপ্টেম্বর, ২০১৯।