শওকত আলী
জেলা প্রশাসন পদ্মা-মেঘনা নদীতে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও সুতার তৈরী কোনা জাল জব্দ করেন। এ জালের মধ্যে প্রায় ৬০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে দেওয়া হয় এবং প্রায় ৪০ হাজার মিটার জালের ছিদ্র (ফাঁক) ৪.৫ ইঞ্চির উপরে হওয়ায় সেসব জাল চাঁদপুর মৎস্য বণিক সমিতির নেতাদের ও কান্ট্রি ফিশিং বোর্ডের মৎস্য নেতা শাহআলম মল্লিকসহ জেলে নেতাদের অনুরোধে ছেড়ে দেওয়া হয়েছে বলে নৌ-পুলিশ সূত্রে জানা গেছে। গতকাল বুধবার সন্ধ্যার আগে অভিযানকালে আটক ৩ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।
বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যার পূর্ব পর্যন্ত চাঁদপুর নৌ-সীমানায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগাড ও নৌ-পুলির্শ অভিযান পরিচালনা করেন। এ সময় পদ্মা ও মেঘনা নদীর আলুর বাজার, তারাবুনিয়া, রাজরাজেশ্বর, চেয়ারম্যান ঘাট, ইশানবালার চর, হরিনা, আখনেরহাট, আনন্দ বাজার, মতলব উত্তর উপজেলার মোহনপুর, এখলাশপুর, মোহনপুর, লগ্গিমারার চর, চিড়ার চর, শহরের বড় স্টেশন মোলহেড পর্যন্ত বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে বিকেল ৫টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোল হেডের নিকটে মেঘনা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জালসহ বিভিন্ন প্রকার জাল জব্দ ও ৩ জেলেকে আটক করা হয়।
আটক ৩ জেলে মো. সুফিয়ান পাটওয়ারী (৩৫), মো. ছাদেক মাল (৩০) ও আলাউদ্দিন কুড়ালী(২৮) কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বে দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। অভিযানে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী, কোস্টগার্ড অফিসার, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ভূঁইয়া পিপিএম, উপ-পরিদর্শক আব্দুল মতিন, মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম, মোহনপুর নৌ-ফাঁড়ি এসআই ইশান প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, ৪.৫ সেন্টিমিটারের নিচে কারেন্টজাল কিংবা অন্য জাল সব সময় নিষিদ্ধ। সে আলোকে অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে ১ লাখ মিটার জাল জব্দ করা হয়। এসব জাল পরবর্তীতে বড় স্টেশন মোলহেড এলাকায় এনে পুড়িয়ে দেয়া হয়েছে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে ১লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ, ৩ জেলেকে জরিমানা