এস এম সোহেল :
চাঁদপুরে ১৭তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ফাইনাল খেলায় চাঁদপুর সদর উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মতলব উত্তর উপজেলা দল। পরে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের খেলোয়ারদের মাঝে ট্রফি তুলে দেন এবং বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলার সাথে যারা জড়িত তারা মাদকসহ সামাজিক অপরাধ থেকে দূরে থাকে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সামাজিক সব অপরাধ থেকে দূরে রাখতেই আমাদের এ আয়োজন। আজ ১৭তম জেলা প্রশাসক ফুটবল কাপে যারা বিজয়ী এবং যারা পরাজিত হয়েছে আমি তাদেরসহ এই আয়োজনে অংশ নেয়া প্রতিটি দলকে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, চাঁদপুরে ক্রীড়ামাস হওয়ায় এ জেলার গৌরব অনেক বৃদ্ধি পেয়েছে। আমি আশা করবো এটি ধরে রাখবেন। যে উদ্দেশ্য নিয়ে জেলা প্রশাসক কাপ শুরু হয়েছে তা স্বার্থক হয়েছে। খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। এর মাঝেই আমাদের স্বার্থকতা। আমাদের এ আয়োজন আগামিতেও অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শওকত ওছমান, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল উপ-কমিটির সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা।
ফাইনাল খেলায় অংশ নেয়া মতলব উত্তর উপজেলা ফুটবল দলের খেলোয়াড়রা হলেন- সিপু, মানডে, মানিক, তানজিল, আব্বাস, সোহেল, আল-আমিন, সানি, সাহেদ, সায়মন ও শংকর।
চাঁদপুর সদর উপজেলার খেলোয়াড়রা হলেন- কামাল, লাবু, সানি, মাইকেল, বকুল, আলমগীর, বিদ্যুৎ, তুহিন, দুদু, কৃষ্ণা, সুফিয়ান, রক্সি (বদলি খেলোয়াড়)। খেলার প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় বিজয়ী দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন সায়মন।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে ১৭তম জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল মতলব উত্তর চ্যাম্পিয়ন