চাঁদপুরে ২৮৩ রোগীর মাঝে অনুদানের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিয়োসিস, স্ট্রোকে প্যারালাইসিজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়ায় আক্রান্ত ২৮৩ জন রোগীর মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুন) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদের আগের শেষ কর্মদিবসে আমরা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক সহায়তা আপনাদের হাতে তুলে দিচ্ছি। আজ চেক দেয়ার কারণ হলো আজই যেন ব্যাংক থেকে টাকা তুলতে পারেন। আপনারা পবিত্র ঈদুল আজহা আনন্দের সাথে পালন করতে পারেন। সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে। সরকার দেখেন স্বাস্থ্যখাতে এত টাকা দিচ্ছে।
তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ হলো এ দেশের মানুষ স্মার্ট হবে। দেশের নাগরিক স্মার্ট হতে হবে। আপনার কাজ আপনি করবেন। কারো কাছে যাবেন না। কাউকে টাকা দিয়ে কাজ করাবেন না। সমাজসেবায় আবেদন করলে নিশ্চিত সহায়তা আপনারা পাবেন। তবে এখানে যেসব রোগের কথা বলা হয়েছে সেইসব রোগীরাই শতভাগ সহায়তা পাবেন। ছোটখাটো রোগের জন্য পাবেন না। আবেদন আপনি করবেন, সাথে যা যা কাগজ দেয়ার কথা তা দিবেন, যদি না দেন তাহলে আবেদন বাদ হয়ে যাবে। ক্যান্সারের চিকিৎসা ঢাকা মেডিকেলেও ভালভাবে করা হয়, হৃদরোগে আক্রান্ত হলে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে যাবেন। হ্যাঁ, সেখানে গেলে আপনি অনেক কিছু জানবেন না, জেনে নিবেন তবেই সঠিক সেবা পাবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কর্মকর্তা রজত শুভ্র সরকার।
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনি, লিভার সিয়োসিস, স্ট্রোকে প্যারালাইসিজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২৮৩ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে ১ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ৪৮ জন অসচ্ছল ব্যাক্তির মাঝে ২ লাখ ৮৪ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

২৭ জুন, ২০২৩।