স্টাফ রিপোর্টার
ইলিশ প্রজনন রক্ষা অভিযান অমান্য করে চাঁদপুর মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে ৩৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা। এদের মধ্যে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৫ জনকে জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৮ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, অলিদুজ্জামান ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ। এর আগে শনিবার বিকাল ৪টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন।
কোস্টগার্ড কর্তৃক আটক ১৭ জেলেরা হলেন- মো. বিল্লাল সৈয়াল, দুলাল মিজি, খোরশেদ বেপারী, মো. জয়নাল, হাসান, শুভ জয়নাল, সাব্বির, মনির, জসিম উদ্দিন, রাসেল, রোমান, জাকারিয়া, শুক্কুর আলী, আল-আমিন, জাহিদ ও জয়নাল আবেদীন।
কোস্টগার্ডের পৃথক অভিযানে আটক ৭ জন হলেন- জুম্মান হোসেন, সায়েম, আবু সাইয়িদ, বাদল, মিনহাজ, মুন্না ও রাব্বি।
হাইমচরে আটক ৮জন হলেন- মনির, কালু রাঢ়ী, শরীফ, নজরুল ইসলাম, জসিম হাওলাদার, মো. ইব্রাহীম, মো. মনির হোসেন ও মো. রাব্বি।
মতলব উত্তরে আটক ৪ জন হলেন- আব্দুল হামিদ, আহম্মদ প্রধানিয়া, রশিদ বেপারী ও সোহেল প্রধান।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সকাল ১১টায় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ৩৬ জেলের মধ্যে চাঁদপুর কোস্টগার্ডের পৃথক দু’টি অভিযানে আটক হয় ২৪ জন। হাইমচর কোস্টগার্ড ও মৎস্য বিভাগ অভিযান চালিয়ে আটক করেন ৮ জেলে এবং মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স আটক করেন ৪ জেলেকে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, কোস্টগার্ডের অভিযানে আটক ২৪ জেলের মধ্যে ১৪ জনকে ১ মাস, ৯ জনকে ২০ দিন করে কারাদণ্ড এবং ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মতলব উত্তরের আটক ৪ জেলের মধ্যে ১ জনকে ১ মাস কারাদণ্ড এবং ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া হাইমচর উপজেলায় আটক ৮ জেলের মধ্যে ৭ জনের ১ বছর করে কারাদণ্ড এবং ১ জনকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ইলিশের বংশ বিস্তারে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও সরবরাহ নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করলে ১ থেকে ২ বছর কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ড দেয়ার বিধান রয়েছে।
১৯ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ৩৬ ইলিশ শিকারী আটক