স্টাফ রিপোর্টার
সরস্বতী পূজা উপলক্ষে মন্ডপে সাউন্ড সিস্টেমের সাথে (বিউবো)’র একটি লাইনের অবৈধভাবে মিটারবিহীন সংযোগ প্রদান করে বিদ্যুৎ নেয়ায় চাঁদপুর শহরের ৪ পূজা মন্ডপের অবৈধ সংযোগ বিচ্ছেদ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুয়াখোলা কুন্ডু বাড়ির মন্ডপ, ঘোষপাড়া এলাকার ২টি মন্ডপ ও গাঙ্গুলী পাড়ার মন্ডপসহ ৪টিমন্ডপের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মুকতাদির।
উপ-সহকারী প্রকৌশলী আবদুল মুকতাদির জানান, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ায় শহরের ৪টি মন্ডপের আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান অব্যাহত থাকবে।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে ৪ মন্ডপের অবৈধ সংযোগ বিচ্ছেদ