স্টাফ রিপোর্টার
‘সুন্দর আগামীর জন্য কাবিং’ এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ৫ম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা স্কাউটসের আয়োজনে ৮ উপজেলার অংশগ্রহণে ৫ম জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সারা বাংলাদেশে চাঁদপুর জেলা স্কাউট অনেক ভালো করছে। আজকের এ সুন্দর আয়োজন তার প্রমাণ। আমি আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি আরো বলেন, এখানে যে শিশু-কিশোররা উপস্থিত রয়েছে তাদের সামনে জাতির জনকের সোনার বাংলা বির্নিমাণের এক খন্ড বাংলাদেশ। একথা তাদের বুঝিয়ে দিতে হবে। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই কোমলমতি শিশু-কিশোররা আগামি দিনের উজ্জল ভবিষ্যৎ হয়ে গড়ে উঠবে।
জেলা স্কাউটসের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক দয়াময় হালদারের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, স্কাউটস কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক স্বপন কুমার দাস। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই অমন্ত্রিত অতিথিদের স্কার্প ও ওয়াগল পরিয়ে দেয়া হয় এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে সমবেত স্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয়, স্কাউট ও উপজেলা স্কাউটের পতাকা উত্তোলন করা হয়। এরপর প্রার্থনা সংগীত গাওয়া হয়। সবশেষে চমৎকার ডিসপ্লে পরিবেশন করে স্কাউট সদস্যরা।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে ৫ম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন