চাঁদপুরে ৫শ’ কেজি জাটকা জব্দ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের মেঘনা নদী মোহনায় ঢাকাগামী যাত্রীবাহী দু’টি লঞ্চে অভিযান চালিয়ে ৫শ’ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার মধ্যরাতে এই অভিযান পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জব্দকৃত জাটকা গরিব-দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ল্যাফটেন্যান্ট মো. এনায়েত উল্লাহ।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে চাঁদপুর বড়স্টেশন এলাকায় মেঘনার মোহনায় অভিযান চালানো হয়। এসময় দেশের দক্ষিণ অঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কোকো-১ লঞ্চে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ কেজি এবং এমভি রাসেল-৫ লঞ্চে তল্লাশি চালিয়ে আরো ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় কোন ব্যক্তিকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে জানায় কোস্টগার্ড।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার ল্যাফটেন্যান্ট মো. এনায়েত উল্লাহ বলেন, জব্দকৃত জাটকা মঙ্গলবার দুপুরে শহরের ১৫টি মাদ্রাসা ও এতিমখানায় এবং ২ শতাধিক গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহামুদ জামান ও চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী উপস্থিত ছিলেন। জাটকা নিধনরোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।