চাঁদপুরে ৬ বছরের পলাতক আসামি রাবিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
চাঁদপুর মডেল থানার পুলিশ বিশেষ মাদক বিরোধী অভিযানকালে শহর থেকে মাদক মামলার ৬ বছরের পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি মো. রাবিক পাটওয়ারীকে (৩০) গ্রেফতার করেছে।
রাবিক ২০১৬ সালের মোবাইল কোর্ট মামলা নং ৩৭৭/১৬ সংক্রান্ত মাদক মামলার ডাব্লিউভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘ বহু বছর পলাতক থাকার পর সোমবার পরিবারের সাথে দেখা করতে নিজ বাড়িতে আসলে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেফতারের জন্য সন্ধ্যায় বাড়িতে গিয়ে না পেয়ে চলে আসে।
পরে সোমবার রাতে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রশিদের নির্দেশে থানার সহকারী উপ-পরিদর্শক মো. মেছবাহ উদ্দিন ভুইয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের নতুন বাজার ক্যাফে ঝিল নামক রেস্টুরেন্ট থেকে পলাতক রাবিক পাটওয়ারীকে গ্রেফতার করে।
সে সদর উপজেলার মধ্য গুণরাজদী এলাকার পাটওয়ারী বাড়ির মো. ইব্রাহিম খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। সে বর্তমানে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ হেফাজতে রয়েছে। মঙ্গলবার তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে বলে থানার ডিউটি অফিসার জানান।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রশিদ জানান, আমাদের মডেল থানার মাদক বিরোধী অভিযান চলছে। সব মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
১৪ জুলাই, ২০২১।