স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানে খাদ্য গুণগতমান ঠিক না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের কালীবাড়ী এলাকায় সু-পরিচিত ওয়ান মিনিট, হেভেন, কৃষ্ট ক্যাফে, আল-হেলাল হোটেল, ফলের দোকান ও একটি ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খাদ্যের মান নিয়ন্ত্রণ না করা এবং সংরক্ষণে ত্রুটি থাকার কারণে ওয়ান মিনিটকে ১০ হাজার, কৃষ্ট ক্যাফে ২ হাজার, হেভেন ১০ হাজার, আল হেলাল হোটেল ৫ হাজার, সালাউদ্দিনের ফলের দোকান ১০ হাজার ও ভূঁইয়া বিগ বাজারে নিষিদ্ধ পলিথিন রাখায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবীব, মাহবুবুর রহমান, উজ্জল হোসাইন ও আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জেলা স্যানিটেশন পরিদর্শক তাজুল ইসলামসহ মডেল থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেন।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা