
স্টাফ রিপোর্টার
নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম বলেছেন, মা ইলিশ রক্ষায় নৌ-পুলিশ সদা তৎপর রয়েছে। কর্মসূচি সফল করতে নৌ- পুলিশের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। গত কয়েক বছরে সরকারের কর্মসূচি সফল হওয়ায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। অভিযানের আগে আমরা জেলে ও ব্যবসায়ীদের সচেতন করেছি। দেশের সম্পদ ইলিশ রক্ষায় কাউকে আটক করা হলে কোনভাবেই ছাড় দেয়া হবে না। আগের মতো এবছরও নৌ পুলিশের নতুন করে যুক্ত হয়েছে বড় নৌ-যান (লঞ্চ)। রাতভর লঞ্চ, স্পিডবোর্ড, কাঠের বোর্ড দিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত শনিবার দিবাগত রাতে ঢাকা থেকে লঞ্চযোগে তিনি চাঁদপুরের পদ্মা-মেঘনায় ঝটিকা অভিযান পরিচালনা করেন। ঝটিকা অভিযানের সময় তিনি ৭০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও আনুমানিক ২শ’ কেজি মা ইলিশ জব্দ করে। ভোর সাড়ে ৬টায় চাঁদপুর লঞ্চঘাটে শহরের ৩টি মাদ্রাসা ও এতিমখানায় ঐ মাছ বিতরণ করা হয়। অপরদিকে শনিবার রাত ১২টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে একটি লঞ্চ নিয়ে চাঁদপুর নৌ-পুলিশ সুপার মো. জমশের আলীর নেতৃত্বে ডিআইজি আতিকুল ইসলামের ঝটিকা অভিযানে যোগ দেন। এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম, মাহাবুবুর রহমান, মোল্লা নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি, চাঁদপুর নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার ইসমাইল মিয়া, নৌ-থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের খানসহ নৌ-পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
১৪ অক্টোবর, ২০১৯।
