স্টাফ রিপোর্টার
চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের ২৪ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে ২৪ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী কেক কেটে চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের ২৪ বছর পূর্তি পালন করা হয়।
চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব মো. মিজানুর রহমান, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, হিসাবরক্ষক ইকবাল হোসেন, সংগঠনের মহিলা সম্পদিকা সীমা ইসলামসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানায় সংগঠনের নেতৃবৃন্দ।
৩ জুলাই, ২০১৯।