চাঁদপুর আউটার স্টেডিয়ামের ঈদ জামাত কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


জামাতের সময় সকাল সোয়া ৮টা

স্টাফ রিপোর্টার
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মুসল্লিরা যেনো আদায় করতে পারে সে লক্ষ্যে চাঁদপুর শহরের আউটার স্টেডিয়াম ঈদ জামাত কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ মাগরিব শহরের বিষ্ণুদী ব্যাংক কলোনী এলাকাস্থ কমিটির সভাপতি অ্যাড. সেলিম আকবরের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে অ্যাড. সেলিম আকবর বলেন, আবহওয়া অনুকূলে থাকলে প্রতিবছরের ন্যায় এবারো আমরা আউটার স্টেডিয়ামে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতরের নামাজ জামাতের সাথে আদায় করবো। কমিটির সর্বসম্মতিক্রমে জামায়াতের সময়সূচি ঈদের দিন সকাল সোয়া ৮টায় নির্ধারণ করা হয়। এই ঈদ জামাত নিরাপত্তাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।
ঈদ জামায়াত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান পাটওয়ারীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা প্রফেসর মামুনুর রশিদ, সহ-সভাপতি আব্দুল গফুর, মোস্তফা কামাল চৌধুরী, কামাল মুন্সী, আব্দুর রশিদ মাষ্টারসহ মাহমুদ আহমেদ মিঠু, মো. গোলাম মর্তুজা (আপেল চৌধুরী), অ্যাড. জাহাঙ্গীর, অ্যাড. রিপন, আজাদ, মিলন মিজি, সাংবাদিক মিজান লিটন, শরীফ সরকার প্রমুখ।
মুসল্লিদের যথাসময়ে ঈদগাহে উপস্থিত থাকার জন্যে কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।