চাঁদপুর আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে প্রধানমন্ত্রী প্রদত্ত জলাধারের উদ্বোধন করলেন দুলাল পাটওয়ারী


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত খাবার পানি সংরক্ষণের জলাধার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে জলাধারটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. ইফতে খায়রুল আলম মাসুম, আক্কাছ আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা রহমানসহ আরো অনেকে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে ৬৪ জেলায় এ ধরনের জলাধার তৈরি করা হচ্ছে। চাঁদপুরে ২৬তম জেলা হিসেবে জলাধারটি তৈরি করা হয়েছে। সম্পূর্ণ সৌর বিদ্যুতের শক্তিতে মাটির ১ হাজার ফুট নিচ থেকে পানি ঐ জলাধারে জমা হবে।