স্টাফ রিপোর্টার
‘কাঁধে থাকবে সাম্যের হাত, বন্ধুত্বের প্রণয়ে হবে বিশ্বমাত’ এ স্লোগান ধারণ করে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি-২০০৬ এবং এইচএসসি-২০০৮ এর চাঁদপুর জেলার সকল বন্ধুদের নিয়ে আড্ডা। আগামি ১৪ আগস্ট চাঁদপুর শহরের পুরাণবাজার ডিগ্রি কলেজে।
১৪ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত দিনব্যাপী আড্ডায় থাকবে বন্ধুদের সাথে উন্মুক্ত পরিচিত হবার সুযোগ, লোগোযুক্ত টি-শার্ট, সব বন্ধু মিলে দুপুরে একসাথে খাবার, ছেলে বন্ধু ও মেয়ে বন্ধুদের আলাদা আলাদা খেলা, বন্ধুদের সম্পর্ক অটুট রাখতে এক সাথে ছবি তোলার, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে থাকবে র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
ঐদিন সকাল ১০টার বেলুন উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। রেজিস্ট্রেশনকৃতদের মাঝে টি-শার্ট বিতরণ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সারা দিনের কার্যক্রম শুরু হবে। পরে জাতীয় সংগীত গেয়ে পরবর্তী ধাপ শুরু হবে। শুভেচ্ছা বক্তবের পরে শুরু হবে পরিচয় পর্ব।
১১ আগস্ট, ২০১৯।