চাঁদপুর ইজতিমার মাঠ পরিদর্শন করলেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সফিক


স্টাফ রিপোর্টার :
বিশ্ব ইজতিমার তত্ত্বাবধানে চাঁদপুরে প্রথমবারের মত আজ থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা ইজতিমা। গতকাল বুধবার দুপুরে ইজতিমার মাঠ পরিদর্শন ও মুসল্লিদের নিরাপত্তাসহ আয়োজকদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, জেলা বিএনপির সদস্য মজিবুর রহমান ফরহাদ, পৌর বিএনপির সদস্য শাহজাহান সাজুসহ আরো অনেকে।
উল্লেখ্য, টঙ্গী বিশ্ব ইজতিমার আওতায় এ ইজতিমার আয়োজন করা হয়েছে। এবছর দেশের ১৬টি জেলায় আলাদাভাবে জেলা ভিত্তিক ইজতিমার আয়োজন করা হয়েছে। চাঁদপুরে প্রথম বারের মত বিশাল এ ইজতিমার আয়োজন করায় জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে গত কিছুদিন বেশ আনন্দ বিরাজ করছে। মাঠের আশপাশে বসবাসরত বাসিন্দারাও যার যার সাধ্যমত প্যান্ডেল নির্মাণে সহায়তা করেছে।
প্রতিদিন জেলার ৮ উপজেলা থেকে শত-শত মানুষ দলবদ্ধ হয়ে স্বেচ্ছায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্যান্ডেলের কাজে সহায়তা করেছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর শহরে পুরাণবাজার দোকানঘর এমদাদিয়া মাদ্রাসা সংলগ্ন পশ্চিম জাফরাবাদ মেঘনা নদীর পাড় ঘেঁষা জমিতে ইজতিমার প্যান্ডেলের কাজসহ প্রয়োজনীয় কাজ শেষ হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে চাঁদপুর জেলাসহ আশ পাশের জেলার মুসল্লিরা ইজতিমার মাঠে আসতে শুরু করে। আজ বৃহস্পতিবার থেকে ইজতিমার শুরু হবে।
আয়োজকরা জানান, সব শ্রেণির ধর্মপ্রাণ ৫-৬ লাখ মুসল্লি ইজতিমায় অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। টঙ্গী ইজতিমা মাঠের মতো এই মাঠেও ৮ উপজেলা থেকে আগত মুসল্লিদের জন্য আলাদাভাবে বসার ব্যবস্থা থাকবে। মুসল্লিদের সার্বক্ষণিক নিরাপত্তার ও ব্যবস্থা রাখা হবে।