স্টাফ রিপোর্টার
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি পাইওনিয়ার লীগ-২০১৯ মেডিকেলের জন্য ঢাকা যাচ্ছে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমীর ৩০ জন খেলোয়াড়রা। গতকাল সোমবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে নিয়মিত ক্যাম্পিং শেষে সাংবাদিকদের বিভিন্ন তথ্য দেন ক্লাব কর্মকর্তারা।
একাডেমীর কোষাধ্যক্ষ ওয়াহিদুর রহমান বাবু সাংবাদিকদের জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি পাইওনিয়ার লীগ খেলতে আগামি ১১ সেপ্টেম্বর মোট ৩০ জন খেলোয়াড় মেডিকেলের জন্য ঢাকা যাচ্ছে। ৮ উপজেলার প্রায় ৮ শতাধিক খেলোয়াড়ের মধ্য থেকে মোট ৩০ জনকে বাছাই করা হয়। আর এই বাছাইকৃতদের মেডিকেলের জন্য ঢাকা পাঠানো হচ্ছে।
তিনি আরো বলেন, গত বছর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি পাইওনিয়ার লীগে মোট ৯২টি দল অংশ নেয়। এর মধ্যে চাঁদপুর কিশোর ফুটবল একাডেমী ১২তম স্থান অর্জন করে এবং অপরাজিত গ্রæপ চ্যাম্পিয়ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর প্রধান কোচ মো. ইউসুফ বকাউল, সহকারী কোচ আমিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রিপন পাটওয়ারী, ক্রীড়া সম্পাদক হানিফ বকাউল, সহ-ক্রীড়া সম্পাদক জাকির হোসেন।
খেলোয়াড়রা হলেন- মো. রাশেদ, মো. যুবায়ের, আব্দুল¬াহ সিয়াম, মো. ইয়াছিন, মো. জাহিদ হোসেন, মো. তানজিল, সৈকত, আব্দুল মোতালেব, মো. জাহিদ হোসেন, মো. নোমান, প্রশান্ত, মো. সাগর, রোহান, মো. আল রাহিম, মো. সাবের, মো. আবির, মো. জয়, মো. সাদমান সামি, মো. সাফায়েত হোসেন, মো. শুভ প্রধান, তুষার, নাজমুস সাকিব, মিরাজ সরকার, মিনহাজ মিয়া, মো. সজিব, জয় চন্দ্র দাস, রাশেদুল ইসলাম ওমর, ইয়াছিন হোসেন, সাইম হোসেন ইমন ও জনি।
১০ সেপ্টেম্বর, ২০১৯।