স্টাফ রিপোর্টার
চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় বিদ্যালয়ের তৃতীয় তলার মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি তার বক্তব্যে বলেন, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন বজলুল গনি হায়দার চৌধুরী। তার নামেই এই বিদ্যালয়টি। আমি আপনাদের ও সন্তানদের নিয়ে অনেক কিছুই ভাবি। আব্বাস উদ্দিনের সাথে আমার সম্পর্ক অনেকদিনের। তখন ভেবেছিলাম আব্বাস উদ্দিনের মতো একজন শিক্ষক যদি এ বিদ্যালয়ের দায়িত্ব নেয় তাহলে বিদ্যালয়ের পুরনো ঐতিহ্য ফিরে পাবে। সত্যিই তা ফিরে এসেছে।
তিনি আরো বলেন, সবচেয়ে দুঃখজনক হলো অভিভাবকদের বিদ্যালয়ে খবর দেয়া হলেও আপনারা আসেননি। আপনাদের সন্তান বিদ্যালয়ে আসে কিনা সে বিষয়টিও মোবাইল করে নিশ্চিত হন না। আপনার সন্তান সন্ধ্যায় পড়ার টেবিলে আছে কিনা ও নিয়মিত বিদ্যালয়ে আসে কিনা সেই খোঁজ নিতে হবে। বিদ্যালয় ছুটির পর আপনাদের সন্তান বাড়িতে আসলে দেরি দেখলে আপনারা খোঁজ নেননা। আপনাদেরকে তার খোঁজ নিতে হবে। বর্তমানে আমাদের সমাজ কোথায় গিয়েছে তা থেকে উত্তরণ ঘটাতে হবে। লেখাপড়া করে আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ হতে হবে।
তিনি বলেন, কিছুদিনের মধ্যেই এই বিদ্যালয়ে প্রকৌশলী এসে সীমানা মাপ দিবেন। এই বিদ্যালয় ভবন হয়তো ১০ তলা হবে। টেস্ট পরীক্ষায় কোন শিক্ষার্থী যদি এক বিষয়েও অকৃতকার্য হয় তাকে উত্তীর্ণ করা হবে না। রাত ৯টার পর কোন শিক্ষার্থী যেন মোবাইল নিয়ে ফেসবুকে না থাকে। সেদিকে অভিভাবকরা দৃষ্টি রাখতে হবে। সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে, বৃত্তিও দিচ্ছে। তবে কেন আপনার সন্তান পড়ালেখা করবে না। সন্তানকে যদি সঠিকভাবে শিক্ষা না দেন তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। মায়েদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। আপনারা মায়েরা মমতায় সন্তানদের শিক্ষা দিবেন। আমরা সবাই আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, বিজ্ঞান ও তথ্য ভিত্তিক জাতি হিসেবে গড়ে উঠি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক রাসেল হাসানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, আমিনুর রহমান বাবুল, জাকির হোসেন মিয়াজী, নকিবুল ইসলাম চৌধুরী, অভিভাবক দাসাদী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরে কৃষ্ণ সূত্রধর, মিজানুর রহমান পাটওয়ারী, ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. জাহিদ হোসেন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আব্দুল ওয়াহেদ।
০৯ সেপ্টেম্বর, ২০১৯।