স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী হোটেল গ্র্যান্ড হিলশায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ রোটারী ভবনের দ্বিতীয় তালায় তা অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর জাকির হোসাইন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, এনএসআই’র সহকারী পরিচালক কৌশিক আহমেদ, পৌরসভার কাউন্সিলর রোটারিয়ান নাছির আহমেদ চোকদার, চাঁদপুর রোটারী ক্লাবের ইলেক্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শেখ মঞ্জুরুল কাদের সোহেল, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মানিক জমাদার, চাঁদপুর রোটারী ক্লাবের ডিরেক্টার ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, পুরাণবাজার ডিগ্রি কলেজের প্রভাষক রোটারিয়ান হাবিবুর রহমান পাটওয়ারী, রোটারিয়ান উজ্জল হোসাইন, রোটারিয়ান রফিকুল ইসলাম, প্রিন্স হোটেলের স্বত্বাাধিকারী মো. রমজান, নিতুন ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী নিতুন, গ্র্যান্ড হিলশার এজিএম বাকি বিল্লাহ মো. মুন্না, ম্যানেজার নিসু, সোহান, আলমগীর ও আনোয়ারসহ উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টর জামে মসজিদের মুয়াজ্জিন।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর গ্র্যান্ড হিলশা হোটেলে ইফতার ও দোয়া মাহফিল