স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মদিনা মার্কেট, চান্দ্রা চৌরাস্তা ও চৌরাস্তা আল আমিন একাডেমী মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরী।
ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুফ গাজীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক তালহা ফারুকির পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (মফু) মেম্বার, সহ-সভাপতি ফারুক আখন, সালাউদ্দিন আহম্মেদ বাবলু, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাতেন জমাদারসহ ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ১, ৪, ৫, ৬ ও ৯নং ওয়ার্ড বিএনপির আগের কমিটি বিলুপ্তি করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরু গাজী ও সাধারণ সম্পাদক ফজলুল হক বেগ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. টেলু রাড়ী ও সাধারণ সম্পাদক মো. সাজাহান সিকদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সফিকুর রহমান খান ও সাধারণ সম্পাদক ছালাম গাজী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মালেক গাজী ও সাধারণ সম্পাদক নুরু হাওলাদার এবং ৯নং ওয়ার্ড সভাপতি মো. খোরশেদ আলম মিন্টু ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন গাজী।
০৬ আগস্ট, ২০১৯।