চাঁদপুর চান্দ্রায় বিএনপির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা চান্দ্রা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চান্দ্রা চৌরাস্তা আখন বাড়িতে উঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউছুফ গাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তালহা ফারুকী সঞ্চয়ের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন মফু, সহ-সভাপতি মো. ফারুক আখন, সালাউদ্দিন আহম্মেদ বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ জমাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. বাতেন জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আউয়াল জমাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দিন গাজীসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

২২ জুলাই, ২০১৯।