স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির হলরুমে অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলহাজ অ্যাড. শেখ জহিরুল ইসলাম।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ অ্যাড. মো. শাহাদাত হোসেনের পরিচালনায় অধিবেশনে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. কাজী হাবিবুর রহমান, অ্যাড. ইকবাল বিন বাশার, পিপি অ্যাড. আমান উল্লাহ, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. ইব্রাহীম খলিল, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ, অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাড. আবুল কাশেম, অ্যাড. আ. রহমান, অ্যাড. জয়নাল, অ্যাড. কোহিনুর বেগম, অ্যাড. বাবর বেপারী, অ্যাড. মাইনুল হোসেন, অ্যাড. শাহআলম-২ প্রমুখ।
অধিবেশনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. সেলিম আকবর, অ্যাড. লতিফ শেখ, অ্যাড. জসিম পাটওয়ারী, অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু, অ্যাড. মুজিবুর রহমান, অ্যাড. আব্দুল্লা আল মামুন, সমিতির নব-নির্বাচিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ অ্যাড. মো. নওশেদ আহমেদ, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. মোরশেদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম সানাউল্যা, সম্পাদক ফরমস অ্যাড. মোহাম্মদ নুরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী অ্যাড. মোহাম্মদ ফারুক খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. মো. খোরশেদ আলম শাওন, জেনারেল অডিটর অ্যাড. মো. জসিম উদ্দিন প্রধানীয়া, রানিং অডিটর অ্যাড. মো. শাহজাহান আখন্দ, চেয়ারম্যান রেজিষ্ট্রারিং অথরিটি অ্যাড. সাইফুল ইসলাম শাহিন, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাড. বিশ^জিত কর রানা, অ্যাড. মো. আল আমিন হোসেন, অ্যাড. মো. কামরুল ইসলামসহ সমিতির আইনজীবীরা।
অধিবেশনে দুপুরে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের আয়োজনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট অধিবেশন