চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩ টায় চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির হল রুমে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী সহকারী সমিতির সভাপতি আলহাজ আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্সী ও যুগ্ম সাধারণ সম্পাদক সামছুজ্জামানের যৌথ পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি শাহাজাহান পাঠান, সদস্য চন্দন সরকার, মোজাম্মেল মাস্টার, শাহাআলম মজুমদার, খাজা মাইন উদ্দিন, পিন্টু সাহা প্রমুখ।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আ. ছালাম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কোষাধ্যক্ষ আবু সালেহ মিয়াজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সদস্য মোজাম্মেল হক, জেনারেল অডিটর পরেশ দাস, দপ্তর সম্পাদক মজিবুর রহমান বেপারী, আপ্যায়ন সম্পাদক নুরুল ইসলাম গাজী, মহিলা বিষয়ক সম্পাদক শরীয়তেন্নেছা শিল্পী, সদস্য নাহিদ হাসান, নবীর হোসেন, রানিং অডিটর মো. ইউসুফ, নিয়ন্ত্রণ পরিষদের সভাপতি রহমত আলী রিপন, সাধারণ সম্পাদক রতন বেপারী, সদস্য হাবিবুর রহমান আখন, হাবিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সাধারণ সভায়, সমিতির গঠনতন্ত্র, সংযোজন সংশোধনের বিষদ আলোচনা হয় এবং সবার পরামর্শমতে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সমিতির সদস্যদের ভবিষ্যৎ চিন্তা করে আগের গঠনতন্ত্র অনুযায়ী অনেক কিছুই সংযোজন ও সংশোধন করা হয়।

 

৪ জুলাই, ২০১৯।