চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


সজীব খান
চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলিমা আফরোজ, জেলা শিক্ষা অফিসার শফিউদ্দিন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের, ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান ঢালীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন, আসন্ন কোরবানীর ঈদের বাজারে যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘেœ যাতায়াত করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। হাট-বাজারে যাতে কোন প্রকার চাঁদাবাজি না হয়। সেজন্য সব সময় প্রশাসনের নজর রাখা হবে। সম্প্রতি যে গুজব চলছে তা সবাই মিলে প্রতিহত করতে হবে। কোরবানীর ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয় খেয়াল রাখতে হবে। সবাই মিলে কাজ করলে সমস্যা অতিদ্রুত সমাধান করা যাবে।
বক্তারা আরো বলেন, জাতীয় শোক দিবস ১৫ আগস্ট যথাযথভাবে পালন করা হবে। ঐদিন জেলার সব মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়ানুষ্ঠান করতে হবে। ডেঙ্গু বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। চাঁদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অতিরিক্ত ডিউটি করতে করতে অনেক চিকিৎসকও অসুস্থ হয়ে পড়েছে। ঢাকা থেকে অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁদপুরে আসছে।

০৭ আগস্ট, ২০১৯।