স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চাঁদপুর পৌর টাউন হল মার্কেটের দ্বিতীয় তলায় অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যে বলেন, আজ আমাদের একটি আনন্দের দিন। কারণ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দেয়ায় রাষ্ট্রীয়ভাবে আনন্দ র্যালি করা হয়েছে। আজকের এই আনন্দের দিনে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হলো। জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়টি নতুন আঙিকে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। সেখানে নিজস্ব আঙিকে মানসম্মত একটি ভবন করা হবে। যে ভবনে জেলা আওয়ামী লীগের প্রতিটি ইউনিটের কক্ষের ব্যবস্থা রাখা হবে।
তিনি আরো বলেন, রাজনীতির বাইরে কোনো কিছুই নেই। যেহেতু আমরা রাজনীতির সাথে জড়িত, সেহেতু আমরা যা কিছু বলি তাই রাজনীতির অংশ। এদেশের বহু প্রাপ্তি রাজনীতিক সিদ্ধান্তের ফলে অর্জিত হয়েছে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে বর্তমান সরকারের সময়ে দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। দেশের সকল দিকে উন্নয়ন আজ দৃশ্যমান হচ্ছে। আর এসব কিছুই সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তা জননেত্রী শেখ হাসিনা পূরণ করছেন।
তিনি বলেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করা হয়েছে। স্বাধীনতা পরাজিত শক্তিরা ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে চেয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার সকল অপশক্তিকে প্রতিহত করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিচ্ছে। জয় বাংলা ও বঙ্গবন্ধু শব্দটি এখন শুধুমাত্র আওয়ামী লীগের নয়, এটি সারা দেশের মানুষের জয়ধ্বনী।
ডা. দীপু মনি আরো বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা আজও দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ধর্মের নামের, রাজনীতির নামে ৭১ সনের মতোই মানুষকে পুড়িয়ে মারছে। তাদের পেট্রোল বোমার আঘাতে চাঁদপুরেও একজন বাসের হেলপারের করুন মৃত্যু হয়েছে। তা সবাই জানে। এরা দেশকে পাকিস্তান ও জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। এসব পরাজিত শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকবে হবে, প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশের প্রতিটি মানুষ উন্নত এবং সুখি সমৃদ্ধ জীবন যাপন করবে। দেশের এই অগ্রযাত্রকে অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আগমী নির্বাচনের জন্য এখনি প্রস্তুতি নিয়ে প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে শেখ হাসিনার সালাম পৌছে দিতে হবে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে। আমাদের মধ্যে কোনো বিবেদ বা বিরোধীতা নেই। আমাদের পছন্দের অমিল থাকতে পারে কিন্তু আদর্শের অমিল নয়। আমাদের প্রতিটি কাজ যেনো বঙ্গবন্ধুর আদর্শে থেকে এবং শেখ হাসিনার নেতৃত্বে থেকে করতে পারি এই হোক আমাদের অঙ্গিকার।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, শাহির হোসেন পাটওয়ারী, সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপিকা শাহিন সুলতানা ফেন্সি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এমএ হাসান লিটন, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ। এসময় জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় নতুন করে ভবন নির্মাণ করা হবে। তাই আগের স্থাপনা সরিয়ে ফেলা হবে। সেই কারণে দলের কর্মকা-, সভা-মিটিং চালানোর জন্য অস্থায়ীভিত্তিতে কালী বাড়ি টাউন হল মার্কেটের ২য় তলায় নতুন অফিস উদ্বোধন করা হয়।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় উদ্বোধন