চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 শেখ হাসিনা ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন…………শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

এস এম সোহেল
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, তৃণমূল থেকেই আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। এর কোন বিকল্প নাই। আমরা দেখছি চারদিকে নানা ষড়যন্ত্র চলছে। কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু স্বাধীনতা ও দেশ বিরোধী এবং প্রতিক্রিয়াশীল চক্রের কারো কোনো স্থানই থাকবে না। এই কারণে তারা এখন মরিয়া হয়ে উঠবে। তারা তাদের চিরদিনের যেই ষড়যন্ত্র, তা চালিয়ে যাচ্ছে। এখন তারা মরণ কামড় দেয়ার জন্য প্রস্তুত। সেজন্য আমাদেরও প্রতি মুহূর্তে সজাগ ও সতর্ক থাকতে হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশের চলমান এই অবস্থায় আমাদের সবাইকে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সংগঠনের কাজকে এগিয়ে নিতে সেই কারণে তৃণমূল থেকে কাজ করতে হবে। আমরা এ নিয়ে চতুর্থবার সরকার পরিচালনা করছি। দীর্ঘদিন সরকারে থাকলে সাংগঠনিক কাজের মধ্যে কিছুটা ভাটা পড়ে। কিন্তু এখনই আমাদের সময় সাংগঠনিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া।
তিনি আরো বলেন, সামনে আমাদের কেন্দ্রিয় কাউন্সিল। কাউন্সিলের পূর্ব প্রস্তুতি হিসেবে কাজগুলো যেন আমরা সঠিকভাবে করতে পারি এবং কাউন্সিল পরবর্তী বঙ্গবন্ধু কন্যার যে প্রচেষ্টা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাজে আমরা একজন কর্মী হিসেবে কাজ করবো। সেই বিষয়ে আমাদের এই সভায় আলোচনা করবো।
তিনি বলেন, জেলার বর্ধিত সভা হচ্ছে সর্বোচ্চ ফোরাম। এখানে এসে কেউ সংকুচিত হয়ে থাকবেন না। কারণ সাংগঠনের নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় ভুল-ত্রুটি থাকতে পারে। প্রত্যেকের মনের কথাগুলো তুলে ধরতে হবে। ব্রিবতকর অবস্থায় পড়বেন মনে করে অনেকেই কথা বলেন না। আলাপ-আলোচনার মাধ্যমে দিয়ে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। বঙ্গবন্ধু কন্যা ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন, আমাদের সেই কাজে সহযোগিতা করতে হবে। আর সেজন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরবিক্রম, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী, আব্দুর রশিদ সর্দার, বিল্লাল আখন্দ, আবুল খায়ের পাটওয়ারী, ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, মঞ্জুরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আহসান উল্যাহ আকন্দ, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শাহীর হোসেন পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক মাসুদা নুর খান, সদস্য নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাজেদা চৌধুরী কাকন, আইয়ুব আলী বেপারী, অ্যাড. বদিউজ্জামান কিরণ, বেলায়েত হোসেন গাজী বিল্লাল, রাধা গোবিন্দ গোপসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান ও মেয়রদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্যাহ চৌধুরী, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুবুল আলম লিপন, শাহরাস্তি পৌর মেয়র হাজি আব্দুল লতিফসহ আরো অনেকে।

১৩ অক্টোবর, ২০১৯।