স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্নস্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সাম্প্রদায়িক পাকিস্তানী ভাবধারা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশের জন্ম। সকল ধর্মের লোকেরাই সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতার জন্য। জাতির জনককে হত্যার মধ্যদিয়ে আবার সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেয়। এদেশে জিয়াউর রহমানের হাত ধরে সাম্প্রদায়িক রাজনীতির গোড়াপত্তন ঘটে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ও দেশকে অস্থিথিশীল করতে সাম্প্রদায়িক গোষ্ঠী একত্রিত হয়েছে। যারা এদেশের স্বাধীনতা চায়নি সেই সাম্প্রদায়িক গোষ্ঠী আজ দেশের সম্প্রীতি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। প্রতিটি এলাকায় নেতাকর্মীরা অপশক্তিকে রুখে একত্রিত হয়ে রুখে দিতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল তার বক্তব্যে বলেন, ফেসবুকে কিছু দেখলেই শেয়ার করেন, না বুঝে না শুনে কোন কিছু শেয়ার করা থেকে নেতাকর্মীরা বিরত থাকবেন। ধর্ম নিজের আর কোরআনের হেফাজত করবেন মহান আল্লাহতাআলা। প্রকৃত মুসলমান কখনই কোন মানুষকে কষ্ট দিতে পারেন, শুধু কি তাই কোন পশু প্রাণীকেও কষ্ট দিতে পারেন না। অন্য ধর্মর লোকদের ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করতে নেতাকর্মীরা একত্রিত থাকবেন। কোন গুজবে কান দিবেন না। কারন জামায়াত বিএনপি দেশে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। ধর্মের নামে মানুষ হত্যা করা যাবে না। আমারা যে নবীর উম্মত সে নবী কখনো ভিন্ন ধর্মের লোকদের উপর অন্যায় ও অত্যাচার করতেন না। আর এখন যেগুলো হচ্ছে এগুলো সব বিএনপি-জামায়াত কান্ড। যারা ইসলাম বিশ্বাস করে না তারাই এরকম সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। আপনারা তাদের ফাঁদে পা দিবেন না।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, কৃষি বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান ভূঁইয়া কালু, যুগ্ম-আহ্বায়ক সালাহ উদ্দিন মো. বাবর, আবু পাটওয়ারী, ঝন্টু দাস, জেলা শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা তাঁতী লীগের সভাপতি নূর মোহাম্মদ পাটওয়ারী, মহিলা আওয়ামী লীগের নেত্রী রেনু বেগম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ হাওলাদার, ছাত্রনেতা আবুল হাসানাত সুমন প্রমুখ।
২০ অক্টোবর, ২০২১।