চাঁদপুর জেলা আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরে নেতৃবৃন্দের পরিদর্শন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু ও আলহাজ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী এসডু, শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক এবং পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোহাম্মদ মোতালেব, পৌর ছাত্রলীগের সভাপতি রবিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও পৌর কাউরন্সিলর সোহেল রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির হোসেন গাজীসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী মো. বাদল গাজী অফিস বন্ধ করে বাসায় চলে যান। পরদিন বুধবার সকালে কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করতে এসে দেখতে পান দুর্বৃত্তরা অফিসের সামনে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিটি ভেঙে ফেলেছে। সাথে সাথে সে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বিষয়টি জানান।

১১ এপ্রিল, ২০২১।