চাঁদপুর জেলা আ.লীগ সভাপতির বক্তব্যের সংশোধনী


মতলব উত্তরে ইফতার মাহফিলে

স্টাফ রিপোর্টার
গত ১৯ মে দৈনিক ইল্শেপাড়ে প্রকাশিত মতলব উত্তর উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আয়োজিত মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের সংবাদে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাসির উদ্দিন আহমেদের বক্তব্যের সংশোধনী দিয়েছেন তিনি। তিনি জানান, সাংবাদিকরা তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।
ঐদিন তিনি তাঁর বক্তব্যে বলেছিলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যেমে দেশ থেকে একটি অপশক্তি দূর হয়েছে। এজন্য তিনি মতলব উত্তর উপজেলাবাসীসহ চাঁদপুরবাসীকে সাধুবাদ জানিয়েছিলেন। কিন্তু সাংবাদিকরা তাঁর বক্তব্য বুঝতে ভুল করেছেন।
এ নিয়ে তিনি নেতাকর্মীদের বিভ্রান্ত না হবার আহ্বান জানান।