সড়কের অবৈধ টোল আদায় বন্ধ করতে হবে
সজীব খান
চাঁদপুর জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি তার বক্তব্য বলেন, সরকারের প্রতিটি প্রকল্পই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রকল্পের কাজ সঠিকভাবে করতে হবে। যেসব ঠিকাদার নিয়মিত কাজ করছে না, সে কাজের টেন্ডার বাতিল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি প্রকল্প যাতে সঠিকভাবে হয় সেদিকে নজর রাখতে হবে।
তিনি আরো বলেন, চাঁদপুরে যেসব অবৈধ ইজি বাইক, সিএনজি রয়েছে, তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। চাঁদপুরে এত বেশি ইজি বাইক, সিএনজি রয়েছে সেজন্য মানুষ সড়ক দিয়ে পারাপার হতে পারছে না। চাঁদপুরে সিএনজির রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। জনস্বার্থে সব কাজগুলো করতে হবে। জনগণের যাতে ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সড়ক বিভাগের অবৈধভাবে টোল আদায় বন্ধ করতে হবে। সড়ক বিভাগে অবৈধ চাঁদা আদায় করলে সংশ্লিষ্ট থানাকে অবগত করতে হবে। সড়ক বিভাগ ছাড়া অন্য কেউ টোল আদায় করলে তা চাঁদাবাজি ছাড়া আর কিছু না। সড়ক বিভাগের পাশের গাছগুলো জনগণের জানমালের রক্ষার্থে কর্তনের ব্যবস্থা করা হবে। বনবিভাগ সরজমিনে গিয়ে গাছের মূল্য নির্ধারণ করে জানাতে হবে।
তিনি বলেন, কৃষকদের সার ঠিকমত কুষক পায় কিনা তা নজর রাখতে হবে। কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়া হচ্ছে কিনা তা মনিটরিং করা হবে। সম্প্রতি সময়ে টানাবর্ষনে যে সকল কৃষকদের ফসলাধী নষ্ট হয়েছে, তার ভর্তুকি জন্য উর্ধ্বর্তন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুরে বিজয় মেলা হচ্ছে, অনেক লোকের সমাগম হচ্ছে। আমাদের সকলের দায়িত্ব শহড়কে সেফ করতে হবে। যে সকল গাড়ি দিয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়েত করছে। সকল গাড়িগুলোর পিটনেস আছে কিনা সেগুলো দেখতে হবে। চাঁদপুর মুক্তিযোদ্ধা নিয়ে চিত্র প্রর্দশনী হচ্ছে, সেগুলো শিক্ষার্থীদের দেখাতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধের ইতিহাসের প্রদর্শনী দেখলে। তারা মুক্তিযোদ্ধা সম্পর্কে জানতে পারবে। এখন ইট ভাটার মৌসুম, মানসম্মত ইট তৈরি হয় কিনা তার পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত মনিটরিং করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের পরিচালায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মো. শাহদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই তোয়াইহলা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমিনা আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বিপায়ন দাস, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকরতার, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, সমাজ সেবা অফিসার রজত শুভ সরকার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার দেব কুমার মালো, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইফতেখার হোসেনসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, শিক্ষা অধিদপ্তর বিভাগ, জনস্বাস্থ্য অধিদপ্তর বিভাগ, সড়ক বিভাগ, স্বাস্থ্য বিভাগ, কৃষি অধিদপ্তর, নৌ পুলিশ, আনসার ও ভিডিপি, পিডিবি, কোস্টগার্ড, যুব উন্নয়ন, লাইব্রেরিয়ান, মেরিন ইন্সটিটিউটসহ প্রতিটি বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
২০ ডিসেম্বর, ২০২১।