চাঁদপুর জেলা ও দায়রা জজের বাসায় চুরির ঘটনায় আটক ২

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা ও দায়রা জজের বাসায় চুরির ঘটনায় শহরের প্রকৃত দুই চোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। এদের কাছ থেকে জেলা ও দায়রা জজের বাসা থেকে চুরি হওয়া মালামাল ও গুয়াখোলা এলাকার মালেকা মঞ্জিল থেকে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ওই দুই চোরকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রব জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকাল ৭টায় জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খানের বাসা থেকে মোবাইল ফোন ও চার্জ লাইট চুরির ঘটনায় জড়িত জেটিসি কলোনীর বিল্লাল শেখের ছেলে জীবন শেখ (২২) কে রেলওয়ে পরিত্যক্ত কোয়ার্টার থেকে আটক করতে সক্ষম হই। এর আগেই তার বাসাতে অভিযান চালিয়ে জেলা ও দায়রা জজের বাসা থেকে চুরি হওয়া একটি মোবাইল ফোন ও চার্জ লাইট চুরির ঘটনার কয়েক ঘটনার মধ্যেই জীবন শেখের ঘর থেকে উদ্ধার করা হয়। জীবন শেখের স্বীকারোক্তি ও দেখানো মতে গুয়াখোলা মালেকা মঞ্জিলের একেএম মহিউদ্দিনের ঘর থেকে চুরি হওয়া একটি দামি মোবাইল সেট নিশি বিল্ডিং এলাকার বেপারী বাড়ির দুলাল বেপারীর ছেলে সুজন বেপারী (২৪) এর কাছ থেকে উদ্ধার করে তাকেও আটক করা হয়।
তিনি আরো জানান, আটক জীবন শেখের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় চুরির মামলা ও সুজন বেপারীর বিরুদ্ধে একই থানায় মাদক মামলা রয়েছে। জেলা ও দায়রা জজের নাজির মতিন মোল্লা চুরির ঘটনার পরেই চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৩, তারিখ ৭/৭/১৯ই।
গত রোববার ভোরে চাঁদপুর জেলা ও দায়রা জজের বাসায় এ চুরির ঘটনাটি ঘটে। চুরির খবর পেয়ে চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

৯ জুলাই, ২০১৯।