
মাদক কারবারি-সেবী এবং চরমপন্থীরা আত্মসমর্পণের পর কঠোর নজরদারি
— আইজিপি ড. জাবেদ পাটওয়ারী
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. জাবেদ হোসেন পাটওয়ারী বিপিএম (বার) বলেছেন, সারাদেশে মাদক কারবারি, মাদকসেবী এবং চরমপন্থীরা আত্মসমর্পণ করে স্বাভাবিক ফিরে আসাকে আমরা স্বাগত জানাই। তবে তারা পুলিশের কঠোর নজরদারিতে রয়েছে। আইনের ব্যত্যয় ঘটলে তারা ছাড় পাবে না। আত্মসমর্পণকারীদের মামলাগুলো নিয়মতান্ত্রিকভাবে চলবে। সেই সাথে তাদের কর্মকা- এবং চলাফেরার ওপর নজরদারিও থাকবে। গতকাল শুক্রবার চাঁদপুর পুলিশ লাইনসে বার্ষিক ইফতার মাহফিলে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
পুলিশ সুপার মো. জিহাদুল কবিরের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল রইসলাম বীর বিক্রম এমপি, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খাঁন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহামেদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. একেএম মাহবুবুর রহমান, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নির্মল গোস্বামী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ।

ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আল মাহমুদ জামান, অতিরিক্ত পুরিশ সুপার মো. মিজানুর রহমান খান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, জেলা মৎস্য অফিসার মো. আসাদুল বাকী, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সদস্য আলহাজ বেলায়েত হোসেন বিল্লাল, সাজেদা চৌধুরী কাকন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল কালাম চিশতী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর সরকারি মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম সাহা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, জিএম শাহীন, মির্জা জাকির, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিশেনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়েরসহ প্রশাসনিক কর্মকর্তা, বিচারক, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইনস জামে মসজিদের খতিব মাও. আব্দুস ছালাম।