স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ মার্চ) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদের নেতৃত্বে অফিসার ও কনস্টেবলদের সমন্বয়ে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর, যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস ও ব্যারাক পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
মাস্টার প্যারেড শেষে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. ইয়াসির আরাফাতের উপস্থাপনায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শোনেন। এসময় জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। তিনি ফেব্রæয়ারি-২০২২ পর্যন্ত মাসের অভিন্ন মানদন্ডের আলোকে পুলিশ সুপারের কাছ হতে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন। এছাড়া পুলিশ সুপার থেকে চাঁদপুরসহ বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও এ সম্মাননা ক্রস্ট প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুরসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ও কনস্টেবলবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, চাঁদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ব্যাপক আলোচনার মাধ্যমে অত্যান্ত প্রাণবন্ত ব্যাপক দিকনির্দেশনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো. মিলন মাহমুদের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সদর কেন্দ্রিকসহ জেলার প্রত্যন্ত অঞ্চলে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ জনগণকে অপরাধ সম্পর্কে অবহিত করণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করাসহ তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভার উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৭ মার্চ, ২০২২।