চাঁদপুর লঞ্চ ঘাটে যাত্রী হয়রানি রোধে
স্টাফ রিপোর্টার
যে কোনো ধরনের যাত্রী হয়রানি প্রতিরোধে পুলিশের সহযোগিতা নিন এবং জাতীয় জরুরি সেবার ৯৯৯ এর উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাট এলাকার যাত্রী ছাউনিতে এ সহযোগিতা তথ্যের সাইনবোর্ড স্থাপন করা হয়।
এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, চাঁদপুর দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীদের নির্বিঘেœ চলাচলের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। দক্ষিণাঞ্চলের যাত্রীদের চলাচলের জন্য আমরা যানবাহনের সুবিধা জোরদার করেছি। চাঁদপুর লঞ্চ ঘাট থেকে হাজীগঞ্জ, হাইমচর, নোয়াখালী ও লক্ষ্মীপুরের যাত্রীরা যাতায়াত করে। যানবাহন অঞ্চলভিত্তিক যে ব্যবস্থাপনা আমরা সেই ব্যবস্থাপনাগুলো আমরা জোরদার করেছি। চাঁদপুর লঞ্চ ঘাটে অনেক সময় অনেক যাত্রীর সমাগম হয়। তখন অনেক যাত্রী হয়রানি হয়, চাঁদাবাজি, ছিনতাইয়ের ঘটনাও ঘটে থাকে। আমরা এখানে পোষাকধারী পুলিশ ও সাদা পোষাকের ব্যবস্থা করেছি।
তিনি আরো বলেন, আমরা আজকে যে সহযোগিতার ব্যানার স্থাপন করেছি সেখানে চাঁদপুর মডেল থানার একটি মোবাইল নম্বর ও জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর দিয়েছি। কোন যাত্রীর নিরাপত্তা ও যাতায়াতে ব্যত্যয় ঘটে তাহলে আমাদেরকে মোবাইল করলে আমাদের পুলিশ সেখানে ছুটে যাবে এবং যাত্রীদের নিরাপত্তা দিবে। চাঁদপুরে একটি রেল স্টেশন রয়েছে এই রেলের মাধ্যমে অনেক যাত্রী লঞ্চে বিভিন্ন স্থানে যাতায়াত করে। এই ট্রেন যাত্রীরা লঞ্চ ছাড়াও রকেটের মাধ্যমে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে যাতায়াত করে। রেল স্টেশনকে যদি কালোবাজারী মুক্ত রাখা যায় তাহলে যাত্রীরা নির্বিঘেœ যাতায়াত করতে পারবে। এই রেল স্টেশনে ট্রেন যাত্রীরা যেন নিরাপদে লঞ্চ ঘাটে যাতায়াত করতে পারে সেজন্য আমরা এই রেলওয়ে স্টেশনে পোশাকধারী ও সাদা পোশাকদারী গোয়েন্দা পুলিশ মোতায়েন রাখবো। হরিণা ফেরিঘাট দিয়ে বরিশাল ও শরীয়তপুরসহ বিভিন্নস্থানে যাতায়াত করে। সেই ঘাটে যদি কোন ব্যত্যয় ঘটে সেখানেও আমরা পুলিশের মাধ্যমে আইনী ব্যবস্থা গ্রহণ করব।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, ট্রাফিক ইন্সপেক্টর ফয়সাল আহমেদ ভূঁইয়া, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক আব্দুর রব, সেকেন্ড অফিসার অনুপ চক্রবর্তীসহ পুলিশ সদস্যরা।