চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

এস এম সোহেল :
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণের যাওয়ার গাড়ি বহরে বোমা হামলা অগ্নি সংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির তা পালন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সামাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, সেলিমুস্ সালাম, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, শহর বিএনপির সাধারণ সম্পাদক আ্যাড. হরুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, জেলা ছাত্র দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার।
বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা বিএনপির কর্মসূচিকে পুলিশ বাহিনীকে দাবিয়ে রাখার চেষ্টায় মেতে উঠেছে। দেশবাসী জাতীয়তাবাদী বিএনপির রাজনীতির সাথে ঐক্য বদ্ধ রয়েছে। বর্তমান সরকার আবারো বিনাভোটের রাষ্ট্রক্ষমতায় আসার চেষ্টা করছে। এই সরকারকে আমরা তত্ত্বাবধায়ক অথবা সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য করবো। এই নির্বাচনকে বিএনপি সকল আসনে নির্বাচন করবে। আমরা নির্বাচনী কেন্দ্র ছেড়ে যাব না। যদি কেউ ভোটকেন্দ্রে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলো আমরা তাদের প্রতিহত করব।