চাঁদপুর জেলা বিএমএ’র দোয়া ও ইফতার মাহফিল


স্টাফ রিপোর্টার
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শহরের লেকভিউ কমিনিউটি সেন্টারে ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শুধু রমজান মাসে নয়, আমরা প্রতিটি ক্ষেত্রে সংযম করবো। রমজান মাস আমাদের সংযমী হতে শেখায়। শুধু খাবারের ব্যাপারে সংযমী হলে হবে না, আচার আচরণেও সংযমী হতে হবে। চিকিৎসকরা জেলাবাসীর সেবা করে যাচ্ছেন নিরলসভাবে, তা প্রশংসনীয়।
জেলা বিএমএ’র সভাপতি ডা. সৈয়দ মো. নুরুল হুদার সভাপতিত্বে এবং ডা. ফরিদ আহমেদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. একেএম মাহাবুবুর রহমান, ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনোয়ারুল আজিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বিএমএর সাবেক সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, বিএমএ’র বর্তমান সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাছুম, ডা. সালেহ আহমেদ, ডা. খলিল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক ডা. পীযূষ কান্তি বডুয়া, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ এবং চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলী রাজা জামে মসজিদের খতিব মাও. ইসমাইল হোসেন, রেলওয়ে নূরাণী জামে মসজিদের খতিব মাও. ফখরুল ইসলাম ও ইমাম মাও. কামরুল ইসলাম।