চাঁদপুর জেলা যুবলীগের বর্ধিত সভা

যুবলীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং দলের প্রতি শ্রদ্ধাশীল
……..মিজানুর রহমান কালু ভূঁইয়া



শাহ আলম খান
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে শহরের বড় স্টেশন এলাকায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে বলেন, যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রাণশক্তি। আমরা যারা যুবলীগ করি তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী এবং দলের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না আর বিশৃঙ্খলা করবো না। আমাদের নেতৃত্বের পরিবর্তন হতে পারে, কিন্তু সংগঠন থাকবে। তাই সংগঠনের বদনাম হবে এমন কোনো কাজ করতে চাই না। কেন্দ্রিয় নেতৃবৃন্দ ও প্রশাসনের অনুরোধে আমরা পৌর পাঠাগারে বর্ধিত সভা করিনি।
তিনি আরো বলেন, আমরা কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটাতে চাই না। এতে করে সংগঠনের বদনাম হবে। তাই কৌশল করে আমরা বর্ধিত সভার স্থান পরিবর্তন করেছি। এটা আমাদের দুর্বলতা নয়, সংগঠনের প্রতি আমাদের দায়িত্বশীলতা। চাঁদপুর জেলা যুবলীগ আগে যেমন দলের যে কোনো কর্মসূচি শ্রদ্ধা সাথে পালন করেছে, তেমনিভাবে আগামিতেও রাজপথে থেকে সব কর্মসূচি পালন করা হবে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালনে দলের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে যুগলীগ কেন্দ্রিয় কমিটি থেকে কর্মসূচী গ্রহণ করেছে। চাঁদপুর জেলা যুবলীগ সব কর্মসূচিতে অংশগ্রহণ এবং পালন করবে।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবরের পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, ঝন্টু দাস, সদস্য নাজমুল পাটওয়ারী, অরুপ কর্মকার, বাদল নন্দী, নিলু হাওলাদার, হাবু বেগ, কাউছার আহমেদ সোহাগ, রিপন ভদ্র, হাজীগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুদ ইকবাল, কচুয়ার সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, শাহরাস্তির আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম জুয়েল, শাহরাস্তি পৌর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুল, হাজীগঞ্জ পৌর কমিটির আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, মতলব দক্ষিণ উপজেলার যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম আলেক, ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক আবু সুফিয়ান, সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, মতলব পৌর কমিটির সভাপতি সোহাগ সরকার প্রমুখ।