স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্নস্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি র্যালি করেছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে শান্তি ও সম্প্রীতি র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুলের সভাপতিত্বে শান্তি ও সম্প্রীতি র্যালীতে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারনম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম, ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সিমুল হাসান শামনুসহ যুবলীগের সব ইউনিটের নেতৃবৃন্দ।
২০ অক্টোবর, ২০২১।