স্টাফ রিপোর্টার :
চাঁদপুর জেলা সৌদি আরব রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ অক্টোবর সৌদি আরব রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কাউছার খানের সভাপতিত্বে ও প্রবাসী চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইয়ার আলী প্রধানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন, মো. হাবিবুর রহমান, রিয়াদ প্রবাসী টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম খান, উপদেষ্টা হাজি জসিম উদ্দিন, সাইফুল্লাহ নাহিদ শাহ, কাশেম খান, রুবেল, রাসেল, গাজী কামরুল, জসিমউদ্দিন, সামাদ, ইয়াছিন প্রমুখ।
এ সময় সভাপতি মো. কাউছার খাঁন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে আরো শক্তিশালী করার জন্য সৌদি আরব রিয়াদ প্রবাসী স্বেচ্ছাসেবক লীগ সব সময় কাজ করবে।