স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার মালিক এবং সম্পাদকদের নিয়ে গঠিত চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভা গত শুক্রবার বিকেলে বিপণীবাগস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংবাদপত্র সম্পাদক পরিষদের এক বছরপূর্তি উপলক্ষে বর্ষপূর্তি অনুষ্ঠান, হবিগঞ্জ ও সুনামগঞ্জে বার্ষিক বনভোজন, সদস্যদের মাঝে ব্লেজার প্রদান, নিয়মিত মাসিক সভা এবং পত্রিকার বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সংগঠনের সভাপতি মো. আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটা. রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটা. কাজী শাহাদাত, সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম কে এরশাদ প্রমুখ।
- Home
- প্রথম পাতা
- চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত