চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের বার্ষিক বনভোজনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের বার্ষিক বনভোজনর প্রস্তুতিমূলক সভা গতকাল মঙ্গলবার বিকেলে বিপণীবাগস্থ দৈনিক চাঁদপুর সংবাদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি অধ্যাপক আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রোটা. কাজী শাহাদাত, সহ-সভাপতি রোটা. মাহবুবুর রহমান সুমন, যুগ্ম-সম্পাদক জাকির হোসন, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম অনিক প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুয়ায়ী আগামি ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটে চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। বনভোজনে নিবন্ধনের শেষ তারিখ ২০ মার্চ। এছাড়া সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।