স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেছে চাঁদপুর জেলা সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি করতে গেলে পুলিশ বাঁধা দেয়।
গতকাল শনিবার বিকেলে সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান। তিনি তার বক্তব্যে বলেন, আজ আমাদের মানববন্ধন করতে দেয়া হয় নাই। তাই আমরা ধিক্কার জানাই। কোন সরকারই হত্যা, গুম নির্যাতন করে বেশিদিন টিকতে পারে নাই। কত মায়ের সন্তানকে বর্তমান সরকার গুম করেছে। তার কোন হিসাব নেই। আইনী লড়াইয়ে আমরা আর মুক্তি কামনা করি না। আমাদের দেশনেত্রীর মুক্তির জন্য রাজপথে লড়তে হবে। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান হাসানাত, সাংগঠনিক সম্পাদক ছলেমান ঢালী প্রমুখ।
২৯ সেপ্টেম্বর, ২০১৯।