চাঁদপুর ডাকাতিয়ার ভাঙনে হুমকির মুখে বহু বসতঘর


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণবাজার পৌর ৫নং ওয়ার্ডস্থ রঘুনাথপুর বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীতে ভাঙন দেখা দিয়েছে। যার ফলে হুমকির মুখে রয়েছে বহু বসতঘর। ইতোমধ্যে অনেক আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ না করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অপরদিকে যেসব পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাবার উপক্রম হয়েছে তাদের অনেকেই নিজ উদ্যোগে বাঁশের খুঁটি দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাতেও ভাঙন থামছে না।
চাঁদপুর শহরের পুরাণবাজার পৌর ৫নং ওয়ার্ডস্থ রঘুনাথপুর বাজার সংলগ্ন শেখ বাড়ি, খান বাড়ি, পন্ডিত বাড়ি, কাজী বাড়ি ও গাজী বাড়ির প্রায় অর্ধশত পরিবারের বসতঘর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে জোয়াড়-ভাটায় পানির তীব্র স্রােতে এসব এলাকায় ভাঙন দেখা দেয়। গত কয়েক বছরে সেখানকার অনেক বসতঘর ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা জেলা প্রশাসককে ভাঙনের বিষয়ে জানান। এসময় জেলা প্রশাসক তাদের একটি লিখিত আবেদন করতে বলেন এবং সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।
অপরদিকে ভুক্তভোগীরা জানান, গত বছরের ৮ আগস্ট তারা চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রোকৌশলী মো. আবু রায়হানের বরাবর একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড ভাঙন এলাকায় জরিপ করেন এবং ঝুকিপূর্ণ ২৫০ মিটার এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন। কিন্তু সেটি এখনো আলোর মুখ দেখেনি। যার ফলে ভুক্তভোগীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি ভাঙন রোধে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন।

০৩ সেপ্টেম্বর, ২০১৯।